প্রকাশিত: Fri, Jan 26, 2024 10:24 PM
আপডেট: Mon, Jan 26, 2026 10:34 PM

[১] স্বতন্ত্র এমপিদের বেশিরভাগই চাইছেন সরকারি দলে থাকতে, সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রীর সঙ্গে রোববারের বৈঠকে

মনিরুল ইসলাম: [২] দ্বাদশ জাতীয় সংসদে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের। 

[৩] আগামীকাল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী গণভবনে তাদের সঙ্গে বৈঠক করবেন। সূত্র জানায়, এই বৈঠকের পরই সুরাহা হবে, দ্বাদশ জাতীয় সংসদে কাকে বিরোধীদল করা হবে। স্বতন্ত্ররা বিরোধীদলের আসনে বসবেন কি না। সংসদে স্বতন্ত্রদের ভূমিকা কী হবে, এই বৈঠকেই প্রধানমন্ত্রী সব কিছু সুস্পষ্ট করে নির্দেশনা দিতে পারেন। 

[৪] এছাড়া স্বতন্ত্রদের পাওয়া আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসনের বণ্টন কীভাবে বা কাদের দেওয়া হবে- এসব বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিতে পারেন।

[৫] দ্বাদশ সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। তাদের পর সবচেয়ে বেশি ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর একাদশ সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। ফলে এবার প্রধান বিরোধী দল কারা হবে, তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। চলে নানা আলোচনা। যদিও  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতোমধ্যে বলেছেন, জাতীয় পার্টিই বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।

[৬] সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানা গেছে, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয় সংখ্যানুপাতিক হারে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য সবাই মিলে যদি স্বতন্ত্র জোট করে নির্বাচন কমিশনকে চিঠি দেন, তাহলে তারা মোট ১০টি সংরক্ষিত আসন পাবেন। আবার ৩ জন মিলে জোট করে একটি করে আসনও তারা নিতে পারেন বা সংসদে প্রতিনিধিত্বকারী কোনো দলের সঙ্গেও জোট করতে পারেন।

[৭] সংরক্ষিত নারী আসনের বিষয়ে অবস্থান জানতে চেয়ে স্বতন্ত্র সংসদ সদস্যদের চিঠি দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হওয়ার ২১ কার্যদিবস অর্থাৎ ৬ ফেব্রুয়ারির মধ্যে জোট গঠনের বিষয়টি জানাতে হবে। এ সময়ের মধ্যে কোনো স্বতন্ত্র সদস্য কোনো জোটে না গেলে তাদের নিয়ে আলাদা স্বতন্ত্র জোট গঠন করা হয়েছে বলে গণ্য হবে।

[৮] এদিকে, জানা গেছে, স্বতন্ত্রদের বড় অংশ বিরোধীদলের আসনে বসার বিপক্ষে। তারা চান সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে থাকতে। স্বতন্ত্র সদস্য হয়ে নির্বাচনে জয়ী হলেও তারা আওয়ামী লীগের নানা পদে রয়েছেন। দলের সুযোগের কারণে তারা স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছেন। তাই তারা দলের সাথেই থাকতে চান। 

[৯] এ ব্যাপারে ফরিদপুর- ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ আলাপকালে বলেন, আমরা স্বতন্ত্ররা রোববারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের অপেক্ষায় আছি। রোববারের বৈঠকের পর আমাদের ভূমিকা কী হবে তা খোলাসা হবে বলে আশা করছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব